আয়রে তোরা পাহাড়ে যাবি আয়
ক্ষণে ক্ষণে ডাক যে পড়ে আয়,
চাকুরীর নিয়তি পাহাড় পানে ধায়
নীতি নির্ধারকেরা চাকুরের কথায় দাবড়ায়।
আয়রে তোরা পাহাড়ে যাবি আয়
চুল থেকে পান খসলে পাহাড়ের ভয় দেখয়ে,
লেংটা থেকে দাদু, সবাই পাহাড় পানে চায়
ক্ষমতাবান চাকুরেরা কিসের ভয় দেখায়।
আয়রে তোরা পাহাড়ে যাবি আয়
পাহাড় নিয়ে কিসের আবার ভয়,
কেউবা বলে জঙ্গলে মঙ্গলই হয়
তেলবাজ আর ক্ষমতাসীনরা সেথায় নাই।