আমরা দেখাচ্ছি নীতি নৈতিকতার খেলা
পিছনে চলছে নীতিহীনদের ভেলা,
ধনী গরীবের দ্বন্দ্বে চলছে নানা লীলা
সমাজপতিদের কর্মে চলছে নানা অপলীলা।
আমরা দেখাচ্ছি নীতি নৈতিকতার খেলা
সমাজ চলছে বাস্তবতার অবেলা,
হাজারো কাজের মাঝে অকাজ ভাসচ্ছে ভেলা
নীতি বানরা আজ চুলার আগুনের ঢেলা।
আমরা দেখাচ্ছি নীতি নৈতিকতার খেলা
শিক্ষার নামে বসছে অপশিমম্ব মেলা,
নৈতিকতার আড়ালে নীতিহীনদের মেলা
সবাই বলছে ইচ্ছামত চালাও ভেলা।