জন্ম: ১৯৪৫ খ্রি:
জন্ম নেত্রকোনা জেলার বারহাট্ট থানার কাশবন গ্রামে। বর্তমান কালের কবিদের মধ্যে তিনি বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি সাধারন মানুষের জীবন ও প্রেমের রূপকার তাঁর অধিকাংশ কবিতায় বাংলার গণমানুষের নিত্যনৈমিত্তিক জীবনান্দোলনের কথা সুনিপুণভাবে ফুটে উঠেছে।
‘প্রেমাংশুর রক্ত চাই’, ‘নাপ্রেমিক না বিপ্লবী’, ‘চৈত্রের ভালোবাসা’, ‘চাষাভূষার কাব্য’, ‘দূরহ দুঃশাসন’, ‘আনন্দ উদ্যান’ ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য রচনাবলি।
Media LRT
Migration, Environment and Development Initiative Association