দুঃখ করোনা বন্ধু
হও জগতের বন্ধু,
হয়তো কেউ ভালবাসবেনা একবিন্দু
আবার হাজারও জন ডাকবে তোমার বন্ধু।
দুঃখ করোনা বন্ধু
তাতে বাড়ে নতুন কেতু,
দুঃখের পাহাড়ে হতে হয় অন্ধসেতু
নেই তো তার কোন হেতু।
দুঃখ করোনা বন্ধু
তাতে আসবে অসাঢ়ের যদু
অন্যেরা তাতে লুটবে মধু জগৎটাতে মোরা সবাই যদু মধু।