পালে লেগেছে দিন বদলের হাওয়া
কাজের কাজ কিছু নয়, শুধু আসা আর যাওয়া,
উপর ওয়ালাদের খুশি করতে দিচ্ছি হাওয়া
কখনও বা কাজ হচ্ছে, নীতি হচ্ছে হাওয়া।
পালে লেগেছে দিন বদলের হাওয়া
উন্নয়নের নামে চাটুকরদেরে এগিয়ে যাওয়া,
খাঁটি দেশ প্রেমিকের অস্তিত্ব বিলীন হওয়া
ভাবছে সবাই সতূন কৌশল নতুন পথে যাওয়া।
পালে লেগেছে দিন বদলের হাওয়া
বৈশাখ মাসে আঘাঢ়ের বৃষ্টিতে নাওয়া,
বালক বালিকাদের কর্মে বৃদ্ধের ছোয়া
বুদ্ধিজীবিরা ভাবছে কৌশলে এগিয়ে যাওয়া।