তারুণ্যে আজ মঙ্গা ধরেছে
মোবাইলে আসক্ত নবীণরা ধুকে মরছে, বাবা-মা হতাশায় দিন কাটাচ্ছে
নেতারা মিথ্যার ফাঁদে ডিজিটাল দুর্নীতি করছে।
তারুণ্যে আজ মঙ্গা ধরেছে নবীণের মাথায় সরস চিন্তায় ঘুন বাসা বেঁধেছে,
প্রবীণেরা আজ হায় হায় করে ধুকে মরছে
যুবারা হতাশায় দিন কাটাচ্ছে।
তারুণ্যে আজ মঙ্গা ধরেছে সমাজের সুশীল চিন্তা পোকায় খাচ্ছে। গবেষকের চিন্তার ফল ধুকে মরছে
তারুন্যের মঙ্গা আজ ভবিষ্যতের অমানিশায় হারাচ্ছে।