আজ কাল ঠাকুরগাঁও এ আর মঙ্গা নেই
২০১৫ সালের পর আর মঙ্গা নেই, সরকারের পলিসি আর কর্মে উত্তাপে মঙ্গা নেই
এক সময়ের ক্ষুদার জ্বালা আর নেই।
আজকাল ঠাকুরগাঁও এ আর মঙ্গা নেই মলিন শহরের জরাজীর্নতার অভাব নেই,
নেতা আর কর্তাদের চেষ্টার শেষ নেই উন্নতির তেমন লেশ মাত্র নেই।
আজকাল ঠাকুরগাঁও এ আর মঙ্গা নেই, ত্রিফসলার জমির আবাদের অভাব নেই, না খেয়ে মরার কোন সুযোগ নেই
উন্নতির আশায় ঠাকুরগাঁওবাসী বুক বেধে রই।