ভালোবাসুন আপনার জীবনকে
সমস্ত সত্বাকে ঢেলে দিন পৃথিবীকে,
নিজের অস্তিত্বকে জানান সূর্যালোকে
ভাবুন বেশী করে চন্দ্রের আলোকে।
ভালো বাসুন আপনার জীবনকে
স্বত্বাকে বিলিয়ে দিন প্রিয়াকে,
অপেক্ষা করুন প্রভাতের আলোকে
সতর্ক করুন সকল মায়া লোককে।
ভালবাসুন আপনার জীবনকে
পথে মাড়িয়ে চলুন কাঁটাকে,
ধ্বংস করুন সকল ভাটাকে
গড়ে তুলোন অপার্থিক নিজেকে।।