দাদাগো নদীর জলে মঙ্গা হয়েছে
ওপারে বাঁধের ফলে নদী জলশূন্য রয়েছে,
হে বিধাতা তোমার দেওয়া জল কোথায় রয়েছে
অপরাজনীতি আর শোষণে জলে মঙ্গা হয়েছে।
দাদাগো নদীর জলে মঙ্গা হয়েছে
ক্ষমতাসীনেরা আমাদের জল গ্রাস করেছে,
যৌথ নদী কমিশনের ফাইলে ধূলো জমেছে। ফাইলের নীতি কথা আজ কেঁদে মরেছে।
দাদাগো নদীর জলে মঙ্গা হয়েছে ভরা আষাঢ়ে নদীর তলদেশ উষ্ণ হয়েছে,
আমার নগ্নতা তোমার সভ্যতাকে উপহাস করেছে বিশ্বাস করো বিধাতার বিধান কিন্তু রয়েছে।