জনমিতির নামে চলছে অপরিমিতি
হাজারও কথা আর কাজে নেই কোন নীতি,
তথাকথিত দালাল আর চাটুকারে দেশ ভর্তি
নীতি আর সত্যবানের ভাগ্যে করুন পরিনতি।
জনমিতির নামে চলছে অপরিমিতি
কথা আর কাজে নানা দূর্নীতি
সত্যকে ঢেকেছে মিথ্যার বেসাতি
মেধার জ্বালে বন্দি সত্য চলছে তালসেমাতি
জনমিতির নামে চলছে অপরিমিতি
কথকতায় দরদ বাস্তবে নেই কোন নীতি,
নেতার কথা আর কাজে চলছে বেতালনীতি
কর্তারা আজ জীবন ও সুনাম বাঁচাতে করছে আকুতি।