চিন্তায় চলছে মঙ্গা
ভাল চিন্তার ফসল আজ ভাঙ্গা,
জলের কুমির খুঁজছে ডাঙ্গা ভয় কখন শুরু হয় নীতিহীনদের দাঙ্গা।
চিন্তায় চলছে মঙ্গা
আলোচনার বিষয় অতি নাঙ্গা, সভ্য লোকের চিন্তায় চলছে মঙ্গা,
অপ সংস্কৃতির লোকেরা বাজাচ্ছে বাঁশি যেটি ভাঙ্গা নীতিহীনদের কথার সুরে চলছে বাঁধ ভাঙ্গা।
চিন্তায় চলছে মঙ্গা
সুশীল সমাজ ভয়ে আজ আছে নতুন শংকা, সভ্য-ভদ ্রবেশী নর্তকীরা বাজাচ্ছে ডাংকা
প্রকৃত ভাল মানুষেরা আজ কোমর ভাঙ্গা।