আমি আজ এক কলমপেশা কেরানী
খোজ রাখতে হয় দূর ও ধরণী,
কোথার কখন কিবা হয় তারই কেরানী
সফল তারা যারা নিপূণ হস্তে দেয় নিড়ানী।
আমি আজ এক কলমপেশা কেরানী
সময়ের যাতাকলে নিত্য নতুন ফেরারী,
কখন যে কে কি কিনে নেয় তার নেই কোন বিবরণী
রং চং মেখে চেহারা পাল্টায় ধূর্ত শকূনী।
আমি আজ এক কলমপেশা কেরানী
মনের তালে চালাই আমি নানা চালুনী,
সত্য-মিথ্যার বাছ বিচারে গলদ ধর্ম ধরণী
নিয়তি আমার পরিহাস সাথে মোর শনি।