দলটির নাম কীর্তনখোলা
সদস্যরা প্রায় সবাই হেলা ভোলা,
দলটির নেতা দেখাল খেলা
সমন্বয়কারী যে নেতারাই চেলা।
দলটির নাম কীর্তনখোলা
শুরু থেকেই সিন্ধান্তে হেলা,
পথে তাইতো খেলে ঠেলা
বেচেঁ গেলে ভাগ্য তাদের ভালা।
দলটির নাম কীর্তনখোলা
সকল সদস্যের মনে হেলা,
তাইতো সবাই আত্মভোলা
কাজ করতে গিয়ে খেলো ঠেলা।
দলটির নাম কীর্তনখোলা
দিনে চলে অন্যকে মেনে চলা,
রাতে চলে মিলন মেলা এভাবেই শেষ হলো তাদের পথ চলা।