কি চেয়েছিলাম জীবনে

পাব কি তাহা মরণে,

পাই বা না পাই

চাই শুধু চাই।

চাওয়া আর পাওয়া

জীবনের পানে হাওয়া,

করছে শুধু ধাওয়া

এ যে শূন্যে

বরশি বাওয়া।

কি চেয়েছিলাম জীবনে

হিসাবের খাতা শূন্যে,

হতাশা আর ব্যর্থতার

সেতু বন্ধনে,

যা পেয়েছি

তা নিয়েও

জীবন কাটলে ধন্যে।