আমি কৃষক বাবার কালো ছেলে
জম্মে ছিলাম মায়ের কোলে,
অনেক সাধনা আর প্রত্যাশার বলে
কষ্ট আমার সাথে সদা চলে।
আমি কৃষক বাবার কালো ছেলে
জন্মের পর বন্যায় ফসল তলে,
দুঃখ আসে আমাকে নিয়ে মায়ের কোলে
মা আমায় আদর করে সব ফেলে।
আমি কৃষক বাবার কালো ছেলে
চেষ্টায় আমি অগ্রে থাকি অন্যকে ফেলে,
সাথের মানুষেরা আমাকে নিয়ে নানা কথা বলে
আমি আশা করি তাদের ভাল হোক বলে।