জীবনে হাজারও রকমের কষ্ট
কোনটি নীল কণ্ঠ,
কোনটি লাল কণ্ঠ
কষ্টের জ্বালায় জীবন আরও হট।
জীবনে হাজারও রকমের কষ্ট
না পাওয়ার বেদনার কষ্ট,
পাইতে গিয়েও কষ্ট
কষ্টের সাগরে জীবন নষ্ট।
জীবনে হাজারও রকমের কষ্ট
চলতে গিয়ে কষ্ট,
পাইবার পর নতূন কষ্ট
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধুই কষ্ট।