আমি কলম লেখা আমার কাজ
যে যা লেখার তাই তো আমার সাজ,
লেখার ক্ষেত্রে নেই কোন কাজ-অকাজ
দু্ষ্ট লোকের লেখায় আমি তাইতো সলাজ।
আমি কলম লেখা আমার কাজ
সত্য মিথ্যার নেই কোন ঝাঁজ,
তাইতো জ্ঞানীরা বলেই সলাজ
কালির অক্ষরে সবইতো নয় সত্যের জাহাজ।
আমি কলম লেখা আমার কাজ
কালি থাকলেই লেখতে নেই কোন লাজ,
সত্যের কাছে মিথ্যার নিয়তির কোলাজ
সত্যের জয় হলে চলে আমার বাহাজ।