কথায় মঙ্গা নাহিরে ভাই বক্তৃতায় সত্য মিথ্যার বাহাস চলে তাই, সত্য বলে কোথায় পাব ঠাই
মিথ্যা বলে পালাবার জায়গা নাই ভাই।
কথায় মঙ্গা নাহিরে ভাই
চলতে ফিরতে কথার অভাব নাই, ভাল কথা কোথায় পাব ভাই
মিথ্যার বেতাল বেসাতি অতি তাই।
কথায় মঙ্গা নাহিরে ভাই ভাঙ্গা গলায় যে মোরা ঢোল বাজাই,
সত্যের আড়ালে মিথ্যার চলছে লড়াই
কখন কে যে কি বলে তার ঠিকানা যে নাই।