উত্তর বঙ্গে মঙ্গা আছে ভাই ক্ষুদা আর দারিদ্র্য নিত্য সঙ্গী তাই, মরা কার্তিকে ক্ষুদার দেখা পাই
প্রাকৃতিক দূর্যোগের ফসল এটি ভাই।
উত্তর বঙ্গে মঙ্গা আছে ভাই প্রাকৃতিক দূর্যোগের ফলে কম নাই পাই,
তাইতো ক্ষুদা আর দারিদ্র্যের আগ্রাসন ভাই
অপুষ্টিতে ভূগে শিশুরা মরে তাই।
উত্তর ভঙ্গে মঙ্গা আছে ভাই সরকারের নজরে বিশেষ গুরুত্ব তাই,
২০২২ সালে মঙ্গার বংশ ধংস হল তাই সরকারের কৌশলে কর্ম পেল ঠাঁই।