জন্ম: ১৯১১ খ্রি: মৃত্যু: ১৯৮৯ খ্রি:
আবু জাফর শামসুদ্দীনের জন্ম বৃহত্তর ঢাকার গাজীপুর জেলার কালিগঞ্জে ১৯১১ খ্রিস্টাব্দের ১১ মার্চ। প্রতিষ্ঠানিকভাবে উচ্চতর শিক্ষা গ্রহণ না করলেও তিনি ছিলেন স্বশিক্ষিত। সাংবাদিকতার পাশাপাশি তিনি সরকারি চাকরিও করেছেন। সমাজ-সচেতন ও রাজনীতি-সচেতন ব্যক্তি হিসেবে তিনি ছিলেন সংস্কারমুক্ত, প্রগতিকামী ও মুক্ত বুদ্ধিসম্পন্ন।
বাংলাদেশের অগ্রগণ্য কথাসাহিত্যিক আবু জাফর শামসুদ্দীন পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে সাহিত্যসাধনায় ব্রতী ছিলেন। কেবল গল্পকার ও ঔপন্যাসিক হিসেবে তিনি পরিচিত নয়; তিনি নাটক লিখেছেন, ্অনুবাদ করেছেন। প্রখ্যাত সাংবাদিক হিসেবেও তিনি সুপরিচিত।
তিনি বাংলা সাহিত্য অঙ্গনে বিশেষ পরিচিত ও আলোচিত হন, ‘ভাওয়াল গড়ের উপাখ্যান, নামের উপন্যাস লিখে। তাঁর অন্যান্য উপন্যাস হচ্ছে: ‘পদ্মা মেঘনা যমুনা’, ‘সংকর সংকীর্তন’, ‘প্রপঞ্চ’, ‘দেয়াল’। তাঁর উল্লেখযোগ্য গল্পগ্রন্থ হচ্ছে: ‘শেষ রাত্রির তারা’, ‘এক জোড়া প্যান্ট ও অন্যান্য’, ‘রাজেন ঠাকুরের তীর্থযাত্রা’, ‘আবু জাফর শামসুদ্দীনের শ্রেষ্ঠ গল্প’ ইত্যাদি। তাঁর রচিত ‘আত্মস্মৃতি’ ও অসামান্য গ্রন্থ।
সাহিত্যে ও সাংবাদিকতায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদকসহ বিভিন্ন পুরস্কারে ভ‚ষিত হয়েছেন।
১৯৮৯ খ্রিস্টাব্দের ২৪ আগস্ট ঢাকায় তাঁর মৃত্যু হয়।
Media LRT
Migration, Environment and Development Initiative Association