অভিধানে খুঁজতে গিয়ে মঙ্গা, পেয়েছি মঙ্গা
অনেক গুলো অভিধানে নেই কোন শব্দ মঙ্গা,
তবে নানা জায়গায় পাওয়া যায় মঙ্গা
ড. আহমেদ শরীফের বাংলা একাডেমীর বাংলা অভিধানে আছে মঙ্গা।
অভিধানে খুঁজতে গিয়ে মঙ্গা, পেয়েছি মঙ্গা হিন্দি শব্দের মেহেঙ্গার সমার্থক মঙ্গা,
দ্রব্য মূল্যের দাম চড়া হলে হয় মেহেঙ্গা
২০০০ সাল পরবর্তীতে বহুল প্রচারিত মঙ্গা।
অভিধানে খুঁজতে গিয়ে মঙ্গা, পেয়েছি মঙ্গা
তবে কার কার ও মতে স্থানীয় ভাষায় তা মঙ্গা,
তীব্র অভাব অনটনে খাদ্যের অভাবে হতাশাগ্রস্ত মঙ্গা
২০২২ সালে কেউবা বলেন যাদুঘরে মঙ্গা।