ভালবাসা আজ অবরুদ্ধ
সন্তান পিতাকে ভালবাসাকে করেছে বাক্সবদ্ধ,
করোনার যন্ত্রনায় ভালবাসা বদ্ধ
যুবক যুবতীর ভালবাসা আজ বাকবদ্ধ।
ভালবাসা আজ অবরুদ্ধ
জনগনের প্রতি নেতার ভালবাসা ফ্রিজে বদ্ধ,
ভোটের বেলায় নেতা সশ্রদ্ধ
বিপদে আজ জনগনের জন্য দ্বার রুদ্ধ।
ভালবাসা আজ অবরুদ্ধ
কেউ কাউকে ছোয়ায় নেই রুদ্ধ,
হায়রে ভালবাসা তার দ্বার রুদ্ধ
করোনার ভয়ে সকলে ঘরে রুদ্ধ।