ফারুক ভাই আর ভাবী
তাদের কাছে আমাদেরই দাবী,
মোদের বানাতে হবে কবি
প্রয়োজনে যেতে হবে গোবি।
ফারুক ভাই আর ভাবী
তাদের কথা মোরা সবাই ভাবি,
সেমনটি মোদেরই দাবী
এবার মোরা চাই আরেক কবি।
ফারুক ভাই আর ভাবী
তাদের সংগহীনে মোরা শুধু ভাবি,
কখন পাব তাদের হিসেবে ভাই ভাবী
তাইতো মোরা খোদার কথা ভাবি।