হে কবি তুমি কত কিছুই না লিখছ

কি লাভ তাতে ? নিভৃত কি তা ভাবছ,

কথার ফুলঝুড়িতে সাধ্যের ইতিহাস রচনা করছ

ক’জন বা জানে, তুমি কি লিখছ?

হে কবি তুমি কত কিছুই না লিখছ

ভাল খাবার সব যে লিখছ,

তন বিচারে ক’জনই বা তোমার করে পাচ্ছ

লিখছ বেশ,থাকছে বেশ, বাহবা নাহি পাচ্ছ।

হে কবি তুমি কত কিছুই না লিখছ

তোমার ঘর চারিপাশে তার কি কোন মূল্যায়ন পাচ্ছ,

লিখে যাও, মনের অভিলাস তো পুরন করছ

কত জনেই তো জীবন যৌবন শেষ করল কত জনই বা কবির স্বীকৃতি পাচ্ছ?