জন্ম: ১৯৪৭ খ্রি: মৃত্যু: ২০০৪ খ্রি:
হুমায়ন আজাদ মুন্সিগঞ্জ জেলার রাঘীখালে ১৯৪৭ খ্রিস্টাব্দে জন্ম হয়। তিনি ছিলেন বহুমাত্রিক লেখক ও ভাষাতাত্তি¡ক। তিনি ছিলেন বর্তমান সময়ের প্রখ্যাত কবি ও ঔপন্যাসিক। ভাষাত্ত¡, সাহিত্য-সমালোচনা কাব্যসাহিত্য ও শিশুসাহিত্যে তিনি ছিলেন আপোষহীন। তাই তিনি ছিলেন বিতর্কিত ও প্যথবিরোধী।
হুমায়ুন আজাদের প্রকাশিত বইগুলি
‘অলৌকিক স্টীমার’, ‘সবকিছু নষ্টদের অধিকারে যাবে’, ‘লাল নীল দিবাপলি’, ‘কত নদী সরোবর’, ‘ছাপ্পান্ন হাজার বর্গমাইল’, ‘পাক সার জমিন সাদবাদ’ ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য রচনাবলি।
২০০২ খ্রিষ্টাব্দে তিনি জার্মান কবি হাইনরিখ হাইনের উপর কাজ করার জন্য জার্মান সরকারের নিকট একটি বৃত্তির আবেদন করেছিলেন। ২০০৪-এর ৭ আগস্ট জার্মান কবি হাইনরিখ হাইনের ওপর গবেষণা বৃত্তি নিয়ে জার্মানি যান।
২০০৪ খ্রিস্টাব্দের ২৭ ফেব্রæয়ারি বাংলা একাডেমিতে অনুষ্ঠিত বইমেলা থেকে বেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজের বাসায় যাওয়ার পথে ঘাতকদের আক্রমণের শিকার হন তিনি। বিদেশে নিবিড় চিকিৎসার মাধ্যমে তিনি কিছুটা সুস্থ হন।
২০০৪ খ্রিস্টাব্দের ১১ আগস্ট রাতে একটি পার্টি থেকে প্রত্যাবর্তনের পর আবাসস্থলে আকস্মিকভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েন হুমায়ুুন আজাদ। ১২ আগস্ট ফ্ল্যাটের নিজ কক্ষে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁর মরদেহ কফিনে করে জার্মানি থেকে ঢাকায় আনা হয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাযার নামাজ শেষে তাঁর মরদেহ জন্মস্থান রাঢিখালে তাকে সমাহিত করা হয়।