জন্ম: ১৮৮৯ খ্রি: মৃত্যু:১৯৭৭ খ্রি:
জন্ম হাওড়া জেলার শিবপুরে। তিনি ছিলেন শিক্ষাবিদ, ভাষাতাত্তি¡ক ও সাহিত্যিক। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক ‘ভাষাচার্য’ উপাধিতে ভূষিত। বাংলা ভাষাতত্তে¡ও ধ্বনিতত্তে¡ তিনি ছিলেন অগাধ পান্ডিত্যের অধিকারী। তাঁর রচিত বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কিত “ঞযব ঙৎরমরহ ধহফ উবাবষড়ঢ়সবহঃ ড়ভ ঃযব ইবহমধষর খধহমঁধমব” গ্রন্থটি অসাধারন কৃতিত্বের পরিচায়ক।
ইবহমধষর চযড়হরঃরপ জবধফবৎ, ‘ভারত সংস্কৃতি, জাতি সাহিত্য-সংস্কৃতি’, ‘ভারতের ভাষাও ভাষা সমস্যা’, ‘রবীন্দ্র সঙ্গমে’ ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য রচনাবলি।