আমরা সবাই শত্রু নিবাসীত
কাছের মানুষটি প্রয়োজনে করে ঘুষাঘুষি,
স্বার্থের দ্বন্ধে মোরা পরবাসী
সদা খুজি সুযোগের নতুন হাঁকা হাসি।
আমরা সবাই শত্রু নিবাসীত
একসাথে চলছে ফিরছে খাচ্ছে করছে অবিশ্বাসী,
সুযোগ আর স্বার্থ শেষে হচ্ছে নতুন সাহসী
জন্মগত ভাবে খারাপ লোকেরা খুজে নতুন অভিবাসী।
আমরা সবাই শত্রু নিবাসীত
বিশ্বাস ঘাতকতার ইতিহাসে অতি পাটরসী,
খারাপ লোকেরা ভাল সেজে দিচ্ছে হাসি ভালো লোকের নিরভিতে সদা দুঃখের হাসি।