জন্ম: ১৯১৭ খ্রি: মৃত্যু: ১৯৯৮ খ্রি:
শওকত ওসমান প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। শওকত ওসমান তাঁর সাহিত্যিক নাম। তাঁর জন্ম ১৯১৭ খ্রিস্টাব্দের দোসরা জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবল সিংহপুরে।
বাংলাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিক, নাট্যকার ও প্রাবন্ধিক শওকত ওসমানের সাহিত্যকর্ম তাঁর তী² সমাজসচেতন ও প্রগতিশীল ভাবধরার শৈল্পিক ফসল। শওকত ওসমান দীর্ঘদিন সরকারি কলেজে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে অধ্যাপনা করেছেন। শিক্ষকতার আগে তিনি বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন।
শওকত ওসমান গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, রম্যরচনা, অনুবাদ ও শিশুতোষ রচনা মিলে আশিটিরও বেশি বই লিখেছেন। তাঁর রচনাবলির মধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছে, ‘বনি আদম’, ‘জননী’, ‘ক্রীতদাসের হাসি’, ‘চৌরসন্ধি’, ‘রাজা উপাখ্যান’, ‘নেকড়ে অরণ্য’, ‘পতঙ্গ পিঞ্জর’, ‘জাহান্নাম হইতে বিদায়’ ইত্যাদি। উপন্যাস; ‘পিজরাপোল’, ‘প্রস্তর ফলক’, ‘জন্ম যদি তব বঙ্গে’ ইত্যাদি ছোটগল্পগ্রন্থ। ‘ক্রীতদাসের হাসি’ তাঁর ব্যাপক আলোচিত একটি উপন্যাস।
সাহিত্যসাধনার স্বীকৃতি হিসেবে তিনি বেশ কয়েকটি সাহিত্য পুরস্কার ও পদকে ভূষিথ হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: আদমজি পুরুস্কার, বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, ফিলিপস সাহিত্য পুরস্কার ইত্যাদি।
১৯৯৮ খ্রিস্টাব্দের ১৪ মে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।