চাকরির কারণে আমি রুমা গ্যারিসন

জীবন চাকায় ঘুর্নিপাকে নতূন আবাসন,

বদলীর আদেশে নির্ধারিত দিন তারিখ ক্ষর্ণ

ভ্যাগ্যের চাকায় জনবসতহীন রুমা গ্যারিসন।

চাকরির কারণে আমি রুমা গ্যারিসন

খাবার দাবার পেতে অপেক্ষায় একদিন,

ততক্ষনে খাবার আগ্রহ হয় অবসান

খাবার শুধূ স্মৃতিই জাগায়, জাগায় নতূন মন।

চাকরির কারণে আমি রুমা গ্যারিসন

নিয়তির নির্মম পরিহাসে বন্ধুহীন ক্ষণ,

কর্তৃপক্ষের নির্মম আদেশে নিয়ত প্রতিক্ষণ

চাকরি মানে চাকরের পেশা, হয়রানি জুগাতে মনিবের মন।