জন্মিলে মৃত্যু হয়
এটি সদা ভাবনায় রয়,
কখন যে কি হয়ে যায়
কোন ভাবেই তা জানা নাহি যায়।
জন্মিলে মৃত্যু হয়
বিধাতার লিখনে রয়,
ভাগ্যের কথা নাহি জানা যায়
নিয়তি সদা পিছে ধায়।
জন্মিলে মৃত্যু হয়
এটি সহজেই কামনা নয়,
নিঃশ্বাসে বিশ্বাস নাহি রয়
মৃত্যুকালে যেন কালেমা সাথে রয়।