মায়ার জ্বালে বন্দী পৃথিবী

মানব বশ করেছে কোন এক মানবী,

মানবী হয়েছে কখনও দানবী

যখন তার চাহিদার রয়েছে অতি দাবী।

মায়ার জ্বালে বন্দী পৃথিবী

শাবক চেয়েছে আশ্রয়ের দাবী,

প্রসূতি ধরেছে মাতৃত্বের নাভী

বন্ধনের এ কথা মোরা ভাবি।

মায়ার জ্বালে বন্দী পৃথিবী

বন্ধুত্বের বন্ধনে সৃষ্টি এ পৃথিবী,

জলে স্থলে অন্তরীক্ষে বন্ধুত্বের দাবী

টিকে থাকবে যতক্ষণ অনন্ত এ পৃথিবী।