মন আমার পাগলা ঘোড়া

ঘুরে বেড়ায় যে লাগাম ছাড়া,

যেমন তেমন রয়েছে তার নতুন ঘোড়া

কখনও চায় না বলতে একটু দাড়া।

মন আমার পাগলা ঘোড়া

স্বভাব যে তার ছন্ন ছাড়া,

কখন যে কোথায় বলে পা বাড়া

আছে যে তার সদা তাড়া।

মন আমার পাগলা ঘোড়া

অভাব যে দেয় সদা সাড়া,

তাই তো বলে ঘুরে বেড়া

সুখ যে তাকে দেয় তাড়া।