মরা টাঙ্গনের ইতিহাস মঙ্গা টাঙ্গন
ভারতের পশ্চিম বঙ্গের উত্তর দিনাজপুরে উৎপত্তি স্থান,
বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায় ৩-৪ কিলোমিটার বহমান
নিয়তি তার পানিহীন মৃদু স্রুত ধারা বিদ্যমান।
মরা টাঙ্গনের ইতিহাস মঙ্গা টাঙ্গন জন্মে স্রুতহীন হলেও কালের বিবর্তনে দিয়েছে বিসর্জন, রাজনীতির ভয়াল থাবা আঘাত হেনে চরিত্র করেছে হনন
নামে নদী আছে, প্রবাহমান পানি দিয়েছে বিসর্জন।
মরা টাঙ্গনের ইতিহাস মঙ্গা টাঙ্গন
বাংলাদেশের ঠাকুরগাঁও শহরকে করেছে বিভাজন,
একাধিক ব্রীজ আর ব্যারেজ হয়েছে নতুন দৃশ্যের পর্যটন
ঘটনা-দুর্ঘটনার ইতিহাসে কালের সাক্ষী করেছে বর্ণন।