মঙ্গা অর্থনীতি আজকাল ভাল হচ্ছে
দারিদ্র্যের দুষ্টু চক্র পিছু নাহি ছাড়ছে,
গরিবের ভাত-কাপড়ের অভাব দূর হচ্ছে
তবে সুষম খাবার আর চিকন কাপড় নাহি জুটছে।
মঙ্গা অর্থনীতি আজকাল ভালো হচ্ছে
শীতাতপ কক্ষে তা দূরীকরণের চেষ্টা চলছে,
মেধা আর কথার মার প্যাচে ঘূর্ণি খাচ্ছে বাংলাদেশের উত্তর বঙ্গে মঙ্গা শেষ নাহি হচ্ছে।
মঙ্গার অর্থনীতি আজকাল ভালো হচ্ছে
জ্ঞানী লোকেরা মৌসুমী দারিদ্য্র নাম দিয়েছে,
তা নিয়ে বিস্তর গবেষণা ও কথা চলছে
গরীবের ভাগ্য আর নিয়তি দারিদ্র্যে ঘুরপাক খাচ্ছে।