মঙ্গা মানে উত্তরাঞ্চলের মরা কার্তিক
ক্ষুদা আর হাহাকার নিত্য তার বাতিক,
কুড়িগ্রাম আর গাইবান্ধায় মঙ্গা হাক নীলফামারী, রংপুর আর লালমনিরহাটকে দেয় ডাক।
মঙ্গা মানে উত্তরাঞ্চলের মরা কার্তিক
শ্রমিকের ঘরে ভাত নেই কি দিয়ে জ্বালাবে আলোক,
অসুখে ঔষুধ নেই, খায় ডাল, পান্তা আর শাক মনের কষ্টে যে যারে পারে দেয় হাক।
মঙ্গা মানে উত্তরাঞ্চলের মরা কার্তিক
অভিগমণের সুযোগ খুঁজে নেয় শ্রমিক, শিশুর মুখে দুমুঠো ভাত দিতে ঘর্মাক্ত সকল দিক
হে নিয়তি, হে ¯্রষ্টা দূর করে দাও সকল দিক বিদিক।