“কষ্টের নীলিমা” মূলত: অনেকগুলো কষ্ট ও বেদনার বহিঃপ্রকাশের আক্ষরিক ছন্দ বিন্যাস প্রচেষ্টা মাত্র। লাল কষ্ট, নীল কষ্ট, জমাটবদ্ধ কষ্ট আবার কখনও বা অব্যক্ত কষ্টের ব্যর্থ স্ফুরণ হচ্ছে এ কষ্টের নীলিমা—য়।

সময়ে সময়ে ভাললাগা বা ভাল না লাগাকে অক্ষরের বিন্যাসে চেষ্টা করা হয়েছে “কষ্টের নীলিমা”—য়। কখনও বা প্রখর অনুভূতিকে গাঢ় রূপ দিতে বা আবার কখনও বা মেনে না নেওয়ার মত বিষয়ে জমাটবদ্ধ কষ্টের প্রকাশ ঘটেছে এ সকল আক্ষরিক বিন্যাসে।

মূলতঃ কবি হবার বাসনা হতে আমার এ লেখাগুলো নয়; শুধুমাত্র হাতের লেখার চচার্ করা হয়েছে মাত্র। আর এটি যে কবিতার বই হতে পারে, তা আমি বিনয়ের সঙ্গে একমত পোষণ করি না, তবে আমার একান্ত অনুভূতি যেন অন্যজন জানতে পারে বা কয়েকদিন কোথাও না কোথাও টিকে থাকে সেই প্রত্যাশায় এই বইয়ের প্রকাশনা।