জৈষ্ঠ্য মাসে বৃষ্টি এল

কৃষকেরা প্রাণ পেল,

জেলে বলে জাল ফেল

কুমার বলে ছাঁচে শক্তি এল।

জৈষ্ঠ্য মাসে বৃষ্টি এল

শুকনো ঘাসে কচি ডগা এল,

শামুকেরা নৃত্যে মেতে উঠে

কেঁচো প্রাণের শক্তি পেল।

জৈষ্ঠ্য মাসে বৃষ্টি এল

বোবা পুরুষেরা কণ্ঠে সুর ফেল,

পশ্চিমা বাতাসে জল এল

কাল বৈশাখীর তাণ্ডব শেষ হল।