আমার একজন বন্ধু চাই
তার বুক ভরা ভালবাসা চাই,
হোক পুরুষ বা নারী তাতে ক্ষতি নাই
তার উদার একটি মন চাই।
আমার একজন বন্ধু চাই
সময়ে অসময়ে তাঁর সহচার্য যেন পাই,
হাজারও কষ্টের মাঝে একটু সুখ চাই
সদা যেন তার মুখে হাসি দেখতে পাই।
আমার একজন বন্ধু চাই
বিপদে তার ভাল পরামর্শ চাই,
নিঃস্বার্থ আর পরার্থ মন চাই তাইতো আমি তাকে খুঁজে বেড়াই।