একজন যোগ্য নেতা চাই
যার কথা আর কাজে মিল পাই,
দেশের জন্য ভাল কিছু করার উৎসাহ পাই
দেশ আর দশের উন্নতির চিন্তায় শেষ নাই।
একজন যোগ্য নেতা চাই
যার নেতৃত্বে উন্নয়নের সত্যিকার বলি পাই,
শিক্ষ আর নৈতিকতার আদর্শ চাই
কপট আর হঠ কারিতা খুঁজে নাহি পাই।
একজন যোগ্য নেতা চাই
যার দিক নির্দেশনার সঠিক পথ নাই,
হাজারও কষ্টের মাঝে আলো খুঁজে পাই
ভাল মানুষের সকল গুনাবলী পাই।