নীতির মঙ্গা চলছে সদাই
আমরা কালের স্রুত গা ভাসাই,
কথা আর কাজে নীতি-নৈতিকতার অভাব তাই
তাইতে মোরা ভাল কিছু নাহি পাই।
নীতির মঙ্গা চলছে সদাই
পারিবারিক সম্পর্কে নীতির দেখা নাই পাই, তাইতো সুশীল পরিবারের খোঁজ নাই দিনের শেষে মতের মিল নাই পাই।
নীতির মঙ্গা চলছে সদাই
নেতার কথায়-কাজে মিল নাই,
দেশের বারোটা বাজলো তাই
নেতার সম্পদের অভাব নাই।