আমরা নিরাপদ সড়ক চাই
সড়কে মৃত্যুর মিছিল নাহি চাই,
ফুটপাথ ধরে চলতে চাই
নিয়ম মেনে এগুতে চাই।
আমরা নিরাপদ সড়ক চাই
দক্ষ ড্রাইভার আর হেলপার চাই,
গাড়ীর মালিকের শালীন আচরণ চাই
আইন প্রয়োগকারীর নীতি ও দক্ষতা চাই।
আমরা নিরাপদ সড়ক চাই
যাত্রী, ড্রাইভার, হেলপার আর পুলিশের সহমর্মিতা চাই,
এসিরুমে টকশোর নামে প্রহসন নাহি চাই সরকার আর সুশীল সমাজের সমন্বয় চাই।