আজ নিঃ সঙ্গ নববর্ষ ১৪২৭
ঘরে ঘরে চলছে হা-হুতাশ,
জীবন মরনের সন্ধিক্ষনে বাচার আশ
ভাগ্য আর নিয়তির পানে নববর্ষ ১৪২৭
আজ নিঃ সঙ্গ নববর্ষ ১৪২৭
করোনা ভাইরাসের নিয়ন্ত্রনে ধরার শ্বাস,
প্রকৃতি আজ শিক্ষকের ভূমিকায় চালাচ্ছে ত্রাস
নামী দামী মানুষেরা আজ একাকীত্বে করছে বসে।
আজ নিঃ সঙ্গ নববর্ষ ১৪২৭
প্রানের স্পর্শে করোনার সাহস,
হে প্রকৃতি, হে মালিক দাও সাহস
মোরা যেন জয় করতে পারি করোনার ত্রাস।