নববর্ষ ১৪২৬ এল ধরায়
পূরনো আর জীর্নতার সবই রয়,
নতুনকে আবাহনে ব্যস্ত সবাই রয়
তবুও যে হতাশা আর প্রাপ্তি সঙ্গী হয়।
নববর্ষ ১৪২৬ এল ধরায়
প্রকৃতির ভিন্ন আচরণে নীতিরা আজ ক্ষরায়,
অতি আধুনিকেরা আজ ধূপ দিচ্ছে সরায়
হিন্দি সিরিয়ালে কোলে বাঙ্গালীরা ধরায় ।
নববর্ষ ১৪২৬ এল ধরায়
প্রকৃতির ভিন্ন রুপে বৈশাখে আষাঢ়ের বাদল পাড়ায়
কিশোর কিশোরীর নাচাচ্ছে নতুন কায়ায়,
হায়রে খাটি বাঙ্গালী বড়দের তোরা ফিরে আয় ধরায়।