হে বন্ধু, কি ভাবছো বসে
তোমার সাথে আমি আছ মিশে,
নিয়তি মোরে ঠেলেছে হাজার ক্রোশে
তোমার স্পর্শ আছে সদা মিশে।
হে বন্ধু, কি ভাবছো বসে
আমি আছি তোমার পিঞ্জরের পাশে,
নিয়তি মোর রয়েছে তোমার সাথে মিশে
চলছি মোরা সদাই মিলে মিশে।
হে বন্ধু, কি ভাবছো বসে
মিলনের সুখ রয়েছে মোদের পাশে,
আমরা গেথেছি ইতিহাসের মালা মিলে মিশে
চলতে চাই মোরা সুখ-দুঃখের আবেশে।