আমি নাকি করি দুঃখ বিলাস

বন্ধু আমায় বলে করে কষ্টে উপহাস,

চাকুরীর নিয়তি পরিবর্তিত ইতিহাস

সত্যকে মিথ্যা দিয়ে ঢাকার অভিলাস।

আমি নাকি করি দুঃখ বিলাস

জীবন চাকার ঘূর্ণিপাকে নাভিশ্বাস,

যন্ত্রের চাকার মত চলছে উপহাস

সকালে স্বস্তি তো বিকেলে দীর্ঘশ্বাস।

আমি নাকি করি দুঃখ বিলাস

পাশের লোকেরা রচে মোর ইতিহাস,

সত্য মিথ্যার নেই কোন বিচারের অভিলাস

যে যা বলে বলুক আমি তো হই ইতিহাস।