দত্ত বাড়ীর নাম নেয়না কেউ
কোথায় যে গেল তাদের ঢেউ,
আজকাল কাজীরা চষে বেড়াচ্ছে কেউ কেউ
তাদের নব্য দাপটে নেড়ি কুত্তারা করে ঘেউ ঘেউ।
দত্ত বাড়ীর নাম নেয়না কেউ
ঘর, বাড়ী বেচে ও পারে পাড়ি জমিয়েছে কেউ কেউ,
কাজীরা সে সব কিনে ঘরে লাগাচ্ছে নতুন টিনের ঢেউ
দত্তদের বিলুপ্তিতে কাজীদের দৌড়াত্বে চলছে ঢেউ।
দত্ত বাড়ীর নাম নেয়না কেউ
সুন্দরী ললনা আর কোথায়ইবা দত্ত বাড়ীর বউ
কাজী বাড়ীর মেয়েরা গাড়ি হাকাচ্ছে কেউ কেউ সময়ের স্রোতে কাজী বাড়ীতে এসেছে বিদেশী বউ।