পেটের ক্ষুদায় ঘুম আসে না
একলা জেগে রই,
হতের কাছে প্রিয় সন্তান কই
চাকুরীর সুবাদে বিদেশ বিভূই রই।
পেটের ক্ষুদায় ঘুম আসে না
কি যেন শুন্যতার মাঝে রই,
ডাক্তার বলে মনের ক্ষুদায় নির্ঘুম রই
না পাওয়ার বেদনা যে আমার সই।
পেটের ক্ষুদায় ঘুম আসে না
সদা নানা জ্বালা-যন্ত্রণা সই,
মনে হয় লিখে ফেলি নিয়তির নির্মমতার বই
কখন যে কি হয় জানি না তো সই।