ক্যালেন্ডারের পাতায় মোরা চোখ রাখি
অনাগত দিনের সুখের খোজে মুখ রাখি,
অতীতের স্মৃতিতে পুরানো পাতায় স্মৃতি মনে রাখি
জীবন সমীকরণে হলে খাতায় হিসাব রাখি।
ক্যালেন্ডারের পাতায় মোরা চোখ রাখি
পুরানো দিনের গ্লানি ভূলে বাধি নতুন রাখি,
বোনের ভালবাসায় ভাইয়ের হাতে রাখি
কিই বা এসে যায়, নতুন সম্পর্কে স্পর্শ রাখি।
ক্যালেন্ডারের পাতায় মোরা চোখ রাখি
সদা ডাকা ভোরের প্রত্যাশায় সব পাখি,
চিন্তার রাজ্যে মোরা বন্ধ করি আখি
বিধাতার বেঁধে দেয়া নিয়তিতে মোরা অভিগামী পাখি।