কুড়িগ্রামের অতি দারিদ্র্যের দুষ্ট চক্রের ঘূর্ণন নদী ভাঙ্গনই তার মূল কারণ,
এপার ভাঙ্গে ওপাড় গড়ে এইত ভাগ্যের বর্ণন
কর্মসূচীর বদৌলতে ভাগ্যের চাকার হয় নাতো উন্নয়ন।
কুড়িগ্রামে অতি দারিদ্রের দুষ্টুচক্রের ঘূর্ণন সবচেয়ে দারিদ্য্র পীড়িত মানুষের রয়েছে আবাসন, প্রাচীন পেশা কৃষির নেইকো তেমন উন্নয়ন,
শিক্ষা লাভে ব্যর্থ মানুষ জোটে নাই খাদ্যের আহরণ।
কুড়িগ্রামে অতি দারিদ্র্যের দুষ্টুচক্রের বর্ণন
অভাব আর অনটনের সাথে লড়াই নিরন্তন,
কাজের সংকট মৌসুমী দারিদ্র্যের ঘূর্ণন ভাগ্য তাদের করেছে বিড়ম্বনা কোথায় উন্নয়ন।