আমার হয়েছে কাশি
সময়ে অসময়ে শব্দ রাশি রাশি,
শরীরের কষ্টে সদাই ভাসি
চিন্তার সাগরে কখন সারবে কাশি।
আমার হয়েছে কাশি
দিনে যেমন তেমন মধ্য রাত্রে ফাঁসি,
দম হারিয়ে যক্ষার কথা উঠে ভাসি
মনের যন্ত্রণা রাশি রাশি।
আমার হয়েছে কাশি
খাচ্ছি ঔষধ রাশি রাশি,
খাচ্ছি সবই কিন্তু সারছে না কাশি
কখনও তরল আবার বড়ি ভরাশিশি।